দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঠাকুর দাদার শেষকৃত্যের দিনে আত্মঘাতী কিশোর। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় আত্রাই নদীর ব্রিজ থেকে কিশোরের জলে ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে জলে ঝাঁপ দেওয়া ওই কিশোরের নাম বিট্টু বয়স সতের বছর। পরিবার সূত্রে খবর বছর ৭-৮ আগে ওই কিশোরের বাবা দুর্ঘটনায় মারা যায়। এরপরে ওই কিশোর তার মায়ের সাথে পতিরাম সাহাপাড়া এলাকায় থাকতো। এদিন ভোররাতে ওই কিশোরের ঠাকুর দাদা মারা যান। বাড়ির অন্য লোকেরা ওই কিশোরের ঠাকুর দাদাকে শেষকৃত্যের জন্য শ্মশানের পথে রওনা হলে ওই কিশোর পতিরাম এলাকার আত্রাই নদীর ব্রিজ থেকে জলে ঝাঁপ দেয়। তবে ওই কিশোর তার ঠাকুর দাদার মৃত্যুর কারণেই শোকে আত্মঘাতী হয়েছে কিনা বলতে পারেনি তার পরিবারের লোকেরা।
ঠাকুর দাদার শেষকৃত্যের দিনে আত্মঘাতী কিশোর।

Leave a Reply