বালুরঘাটের উত্তর চকভবানী এলাকার ওইতিহ্য বাহি পুজো দশমহাবিদ্যার অন্যতম মা ছিন্নমস্তা মায়ের পুজো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের উত্তর চকভবানী এলাকার ওইতিহ্য বাহি পুজো দশমহাবিদ্যার অন্যতম মা ছিন্নমস্তা মায়ের পুজো। করনা মহামারীর জন্য দুই বছর মায়ের এই পুজো বন্ধ ছিল।এই বছর করনা অতিমারি না থাকায় বালুরঘাট শহরের ছিন্নমস্তা পল্লিতে অতি ধুমধামের সংগে পজিত হচ্ছেন ছিন্নমস্তা মা।
মায়ের এইপুজো ৫০বছর ধরে করে আসছেন চ্যাটার্জি পরিবার।মায়ের এই পুজো সাধারণত হয়ে থাকে তন্ত্র মতে।মা কে ভোগ হিসাবে দেওয়া হয়, কারন,আট ভাজা, বোয়াল মাছ,সহ মাংস। এছাড়া সর্বশেষ মাকে অন্নভোগএ খিচুড়ি সহ সাদা অন্ন ও বোয়ালমাছ, মাংসও মায়ের সামনে দেওয়া হয়। এই মায়ের পুজো বংশপরম্পরায় মালদহ থেকে পুরোহিত করতে আসেন বলে জানাযায় চ্যাটার্জি পরিবার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *