দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দেবী পার্বতী শরৎকালে বাংলার ঘরের মেয়ে উমা হিসেবে শারদীয়া দুর্গাপূজায় দুর্গা রূপে পূজিতা হয়ে থাকেন। বসন্তকালে তিনি আবার বাসন্তী রূপে ফিরে আসেন। বাসন্তী পূজার মেতে ওঠে এই বাংলা। রাজার সুরতের দ্বারা শুরু হওয়া বাসন্তী পুজোর সেই ভাবে প্রচলন না থাকলেও বেশকিছু জায়গায় মহাসমারোহে বাসন্তী পুজো হয়। তেমনি গত তিন বছর ধরে বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়া এলাকার বাসিন্দারা বাসন্তী পূজা করে আসছেন। সোমবার রাত্রে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাসন্তী পূজার মহাষষ্ঠীর পুণ্য সন্ধ্যায় বালুরঘাটের ভারত সেবা আশ্রমের স্বামীজি স্বামী বিশ্বরূপানন্দজি মহারাজ ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন হলো। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। এই উদ্বোধন ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বাসন্তী পূজার মহাষষ্ঠীর পুণ্য সন্ধ্যায় বালুরঘাটের ভারত সেবা আশ্রমে ভীড়।

Leave a Reply