বেকারী বিরোধী দিবসে বাম যুব সংগঠনের মিছিল ও ডেপুটেশন ।

0
84

সুদীপ সেন, বাঁকুড়া:- ২৮ শে মার্চ বেকারী বিরোধী দিবস সারা দেশ জুড়ে পালন করে আসছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দীর্ঘ দিন ধরে।

সেইমতো রাজ্যের বিভিন্ন স্থানের সাথে বাঁকুড়া জেলার শালতোড়ায় বাম যুব সংগঠন ভারতের গণ তান্ত্রিক যুব ফেডারেশন, শালতোড়া লোক্যাল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল ও বিডিওর নিকট একটি ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হয়।

এই কর্মসূচিতে শালতোড়া ব্লক সহ কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগ,
একশো দিনের কাজ অবিলম্বে চালু করা ও শ্রমিক দের বকেয়া টাকা মেটানো,

এলাকার একমাত্র শিল্প, পাথর শিল্প অবিলম্বে চালু করা,

পরিযায়ী শ্রমিকদের সংখ্যা , তথ্য ও তালিকা ব্লক অফিসে রাখা,

ব্লকের বন্ধের তালিকায় থাকা প্রাথমিক বিদ্যালয় গুলি যাতে বন্ধ না হয় তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ,
সহ বিভিন্ন দাবি তারা ব্লকের জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকারের সামনে তুলে ধরে।

জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার বলেন, তিনি তাদের দাবিগুলো মন দিয়ে শুনেছেন।
বিষয়গুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবেন বলে জানান।


ভারতের গণ তান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মন্ডল এই কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে বলেন,

সারা দেশে এই মুহূর্তে বেকারীর সংখ্যা হু হূ করে বাড়ছে।
কেন্দ্রীয় বিভিন্ন পদে দীর্ঘদিন কোনো শুন্য পদে নিয়োগ হয় নি, অবলুপ্তি ঘটানো হচ্ছে বিভিন্ন পদের।
রাজ্যের অবস্থাও একই।
নিয়োগ হীন রাজ্যে নিত্যদিন বেকার যুবক যুবতীদের চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে।
বঞ্চিত হচ্ছে যোগ্যরা।
এর বিরুদ্ধেই ডি ওয়াই এফ আই এর লড়াই।

ডি,ওয়াই এফ্ আই শালতোড়া লোক্যাল কমিটির সম্পাদক নয়ন পরামানিক বলেন, বেকারী বিরোধী দিবসে সব বেকারের কাজের দাবিতে এই আন্দোলন ও কর্মসূচি।
সাথে একশো দিনের কাজ চালু করা, শ্রমিক দের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া, এলাকার একমাত্র শিল্প, পাথর শিল্প অবিলম্বে চালু করা, তীব্র খরা প্রবন এই এলাকায় অবিলম্বে সমস্ত স্থানে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সহ বিভিন্ন দাবিতে তাদের আজকের কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here