বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- রামনবমীর মেলা কে কেন্দ্র করে মেলা কমিটির সঙ্গে মেলায় আসা ব্যবসায়ীদের গোলমালে উত্তাল এলাকা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের রঘুনাথপুরে অবস্থিত ঐতিহ্যবাহী রঘুনাথ মন্দিরের ঘটনা।
বালুরঘাটে রঘুনাথপুরে আত্রেয়ী নদী সংলগ্ন রঘুনাথপুরে রঘুনাথ মন্দিরে প্রতিবছর রামনবমী উপলক্ষে পুজো ও মেলা বসে। রঘুনাথের পুজো উপলক্ষে রামনবমীর দিন প্রচুর মানুষের সমাগম হয়। ভক্তেরা আত্রেয়ী নদীতে স্নান করে রঘুনাথ মন্দিরে পুজো দেন।
অভিযোগ মেলা কমিটি ব্যবসায়ীদের প্রচুর টাকা ধার্য করেছে মেলা প্রাঙ্গণে দোকান দেওয়ার জন্য। এর ফলে ব্যবসায়ীদের অনেকেই নিজেদের দোকান না করে মেলা থেকে ফিরে যায়। এদিকে দোকানদাররা ফিরে যাওয়ায় মেলা হবে কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী মেলা কমিটির বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছে। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। মেলা কমিটির সম্পাদক সমস্যা মিটে গিয়েছে বলে জানালেও, ইতিমধ্যেই প্রচুর ব্যবসায়ী ফিরে যাওয়ায় আদৌ মেলা জমজমাট হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েই গিয়েছে।
রামনবমীর মেলা কে কেন্দ্র করে মেলা কমিটির সঙ্গে মেলায় আসা ব্যবসায়ীদের গোলমালে উত্তাল এলাকা।

Leave a Reply