কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে একটা দালাল চক্র কাজ করছে কোচবিহার পৌরসভায়। সেই দালালদের তারা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি পৌরসভা থেকে বেরিয়ে বাড়িতে যাচ্ছিলেন সেই সময় ওই দালাল চক্রে জড়িত বেশ কয়েকজন দেখে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে তাদেরকে তারা করে। এবং একজন কে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভায় নানা সমস্যা নিয়ে আসেন স্থানীয় মানুষরা। সেই সময় সাধারণ মানুষকে প্রতারণার মুখে পড়তে হয়। পৌরসভার আশপাশে একটা দালাল চক্র কাজ করছে। সেই চক্রে পরে সাধারণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে সেই অভিযোগ সাধারণ মানুষ করে আসছে চেয়ারম্যানের কাছে। আজ সেই চক্ররের বেশ কয়েকজন পৌরসভার আশপাশে দাড়িয়ে থাকতে দেখে তাদেরকে তাড়া করে। পরে সেখান থেকে পালিয়ে জয়ার সময় একজনকে আটক করে ওয়ার্ণিং করে ছেড়ে দেয়।












Leave a Reply