পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী,সংবাদ মাধ্যমকে জানালেন জেলা শাসক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৩ রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে পা রাখবেন খেজুরি এলাকায়, শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, এদিন তিনি জানিয়েছেন প্রথমে তিনি খেজুরী এক নম্বর ব্লকের ঠাকুরনগরের পাবলিক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, পরে সমুদ্র সৈকত দিঘা এলাকায় হেলিপ্যাড ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তারপর প্রশাসনিক বৈঠক সেরে আগামী ৬ই এপ্রিল কলকাতায় ফিরে যাবেন, ইতিমধ্যেই তারই প্রস্তুতি এখন তুঙ্গে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় তৎপর হয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *