আজ থেকে সচল হলো জলপাইগুড়ির bsnl দপ্তর।

0
130

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ থেকে সচল হলো জলপাইগুড়ির bsnl দপ্তর। দীর্ঘ তিন দিন এই দপ্তরের অস্তায়ী কর্মীরা কাজ থেকে বিরত নেবার পর উঠেগেলো তাদের আন্দোলন। জলপাইগুড়ির BSNL অফিসে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে রবিবার থেকে জলপাইগুড়ি BSNL অফিসে তৃণমূল কংগ্রেসের পরিচালিত এবং বামপন্থী শ্রমিক সংগঠনের একত্রে বিক্ষোভ শুরু করেছিলেন। পনেরো মাস যাবাৎ বিএসএনএল অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না। অন্যদিকে ১ লা এপ্রিল থেকে BSNL কতৃপক্ষ নোটিশ জারি করে জলপাইগুড়িতে ১১২ জন বিএসএনএল ঠিকা কর্মীদের ছাটাই করবে। এর প্রতিবাদেই তাদের আন্দোলন শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পরিচালিত BSNL কন্টেক্ট লেবার ইউনিয়ন এবং বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর অনুমোদিত BSNL কেজুয়াল মজদুর ইউনিয়নের সদস্যরা যৌথভাবে তাদের অবস্থান আন্দোলন শুরু করেছিলেন। আজ থেকে যৌথ স়ংগঠনের সদস্য রা বলেন দপ্তর থেকে আশার আলো দেখার জন্য আজ থেকে তাদের আন্দোলন তুলে নেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here