বর্ধমান শহরের উপকন্ঠে গোলাপবাগের সরাইটিকরে সমৃদ্ধি নার্সিং ইনস্টিটিউটে ‘ আমতলা গ্রামবাসীদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়।

0
122

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শুক্রবার ৭ এপ্রিল গুড ফ্রাইডের দিনটিতে আবার একটি মরমী উদ্যোগ নিল শ্রাচী এবং বর্ধমান ওয়েভ। বর্ধমান শহরের উপকন্ঠে গোলাপবাগের সরাইটিকরে সমৃদ্ধি নার্সিং ইনস্টিটিউটে ‘ আমতলা গ্রামবাসীদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্যোক্তা ছিল শ্রাচী রিয়েলটি।

এই শিবিরে শ্রাচী রিয়েলটির কর্ণধার রাহুল টোডি, সি এম ও পুনম থারার, মিডিয়া উপদেষ্টা রজতশুভ্র মুখোটি। বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: কৌস্তভ’ নায়েক, সমৃদ্ধি নার্সিং কলেজের কর্ণধার মহম্মদ আজিবুদ্দিন,চক্ষু বিশেষজ্ঞ দিব্যেন্দু রায়; মেডিসিন বিশেষজ্ঞ ডি নাগা; বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন সহ অন্যান্যরা।
শিবিরে চক্ষু; মেডিসিন: গাইনি ও শিশুবিভাগের পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here