দুয়ারে পঞ্চায়েত ভোট,সরকারী ঘর কবে পাবো।প্রশ্ন চাকদহ ব্লকের বাসিন্দাদের।

নিজস্ব সংবাদদাতা, চাকদহ; ৮ই এপ্রিল:- দুয়ারে পঞ্চায়েত ভোটের হাত ছানি,সরকারি ঘর কবে পাবো এই প্রশ্ন চাকদহ বিধানসভার চাকদহ ব্লকে বাসিন্দাদের।চাকদহ ব্লকে দশ টি পঞ্চায়েত, চাঁদুড়িয়া -১,রাউতাড়ি, ঘেঁটুগাছি, দেউলি, হিঙ্গনারা,শিলিন্দা-১,শিলিন্দা-২,দুবড়া,তাতলা-১এবং তাতলা-২। রাউতাড়ি জিপির এনায়েৎপুরে গ্রামের বাসিন্দা বিভারানী দাস বলেন, আমরা গরীব মানুষ বিঁড়ি বেঁধে ও মাঠে জন খেটে সংসার চালাতে হয়।সরকার থেকে ঘর দেবে শুনে আসছে কয়েক বছর ধরে। বেশ কয়েকবার ছবি ও তুলে নিয়ে যায়।কতবার জেরক্স কপি জমা দিলাম কাজের কাজ কিছুই হয়নি বরঞ্চ রেশন কার্ড,প‍্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করতে গিয়ে জন খেটে যে পয়সা আনছি সব শেষ হয়ে যাচ্ছে। গত পাঁচ বছর গ্রামের সদস‍্যের দেখা পাইনি।আবার ভোট আসছে সদস‍্য বাবুরা পাড়ায় পাড়ায় ঢু মারতে আসবে ভোটের জন‍্য। একি কথা বলেন,অনিতা ভক্ত,বিজলী সর্দার,কাকলী সর্দারেরা।স্বামী মারা যাবার পর রঙের কাজ করে মেয়েকে মানুষ করছে চাঁদুড়িয়া এক নম্বর জিপির মনসাপোতা গ্রামের কল্পনা পাল।সরকারি ঘর থেকে বঞ্ছিত।বঞ্ছিত দেউলি জিপির কুন্ডলিয়া,সরাপপুর,চিলিলি এবং গোরিমারী চারটি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ।ঘর থেকে বঞ্ছিত তাতলা এক নম্বর জিপির মহানালা,হুদা,মশড়া এবং মথুরাপুর গ‍্রামের বাসিন্দারা।একদিকে যেমন চাকদহ ব্লকের বাসিন্দারা ঘর থেকে যেমন বঞ্ছিত অন‍্য দিকে সবার সাথে লিঙ্ক করাতে গিয়ে ঘটি বাটি বিক্রি করার উপক্রম।রাজ‍্য ও কেন্দ্রের এই দুই সরকারের যাঁতা কলে পরে চাকদহ ব্লকের মানুষ প্রান ওষ্ঠাগত।প্রশ্ন একটাই পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনার ঘর কি আদৌ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *