পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পাকা রাস্তার দাবি পূরণ হল এলাকাবাসীর।

0
125

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —রাস্তার অভাবে মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে বড় সমস্যায় পড়তেন পাঁচ গ্ৰামের চাষিরা।মাথায় করে ফসল নিয়ে আসাও সম্ভব ছিল না।এমনকি বর্ষার সময় মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতেও পারতেন না চাষিরা।এই নিয়ে চরম সমস্যায় পড়তেন এলাকার মানুষজন। দীর্ঘ বছর ধরে পাকা রাস্তার দাবি করে আসছিল তারা।পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সেই পাকা রাস্তার দাবি পূরণ হল এলাকাবাসীর। বৃহস্পতিবার পথ শ্রী প্রকল্পের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্ৰামে ২৩,৭৭,৯৭৪ টাকা ব্যয়ে ৭০০ মিটার রাস্তার শুভ সিলান্যাস করলেন হরিশ্চন্দ্রপুর-১(বি) ব্লকের সভাপতি মানিক দাস ও মহিলা সভানেত্রী সুজাতা সাহা।এদিন উপস্থিত ছিলেন তুলসীহাটা অঞ্চল সভাপতি আবুল হোসেন আশরাফী ও বুথ সভাপতি সাত্তার আলম সহ অন্যান্যরা।তবে পাকা রাস্তা হওয়াতে এলাকার মানুষ খুশি হলেও
ক্যানেলের উপরে তারা একটি কালভার্টের দাবি করেছেন।

মহিলা সভানেত্রী সুজাতা সাহা জানান,পাকা রাস্তার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। রাস্তার অভাবে মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে পারতেন এলাকার মানুষ।প্রায় পাঁচ শতাধিক মাঠের ফসলকে নিয়ে বর্ষার সময় চরম সমস্যায় পড়তেন চাষিরা।তাদের সেই দাবি পূরণ হল পথ শ্রী প্রকল্পের মাধ্যমে।

অঞ্চল সভাপতি আবুল হোসেন আশরাফী জানান,এলাকাবাসীর কালভার্টের দাবিটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here