ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

বাঁকুড়া, আবদুল হাই:- মুসলিম ধর্মাবলম্বীরা দীর্ঘ এক মাস রোজা পালন করছেন আজই তার শেষ দিন।কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।আর মাত্র কয়েক ঘণ্টার পরই মুসলিম সম্প্রদায়দের শ্রেষ্ট উৎসব খুশির ঈদে মাতবে আট থেকে আশি বছরের মানুষেরা।আজ রোজার দিনে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দেড়িয়াচক গ্ৰামে বাচ্চা বাচ্চা মেয়েদের মেহিন্দি পড়তে দেখা গেল আর সেই চিত্র উঠে এল আমাদের সাংবাদিক এর ক্যামেরায়।আজ যে তারা কতটা খুশি তা চোখে মুখে ফুটে উঠল।আর তার সাথে সাথে ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানের সুন্দর কন্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *