নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফাঁকা মাঠ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল নদীয়ার ভীমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভীমপুর থানার ঝাউতলা এলাকার একটি ফাঁকা মাঠে এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ভীমপুর থানার পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি থানায় নিয়ে যায় পুলিশ। মৃত ব্যক্তির নাম অভিমুন্য শীল, বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি ভীমপুর থানার কুলগাছি পানসি পাড়া এলাকায়। মৃত ব্যক্তি পেশায় একজন প্যান্ডেল কর্মী ছিলেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ি থেকে ফিরে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি অভিমুন্য বাবু। এরপর সকালে ঝাউতলা মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানায় পুলিশ। মদের আসরে কোন বচসার জেরে ওই ব্যক্তির মাথায় ভারী জাতীয় কোন বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। তবে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে মৃত ওই ব্যক্তির কোন শত্রু ছিল না বলে দাবি করেছেন তাঁর পরিবার সদস্যরা। মৃত্যুর আসল কারণ জানতে ও প্রকৃত দোষীদের খোঁজে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য নদীয়ায়।

Leave a Reply