খুন নিয়ে সম্প্রদায়িক রূপ নিয়েছে, আরএসএস দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অভিযোগ বামফ্রন্টের যুব নেতা।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- খুন নিয়ে সম্প্রদায়িক রূপ নিয়েছে। আরএসএস দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অভিযোগ বামফ্রন্টের যুব নেতা।
ধর্ষণকারীদের কঠোরতম শাস্তির দাবিতে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ,পথসভা ও কালিয়াগঞ্জ থানা তে তিন দফার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের পক্ষে ।

যুব নেতার অভিযোগ মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোর ও রাজনীতিক শুরু করে দিয়েছে কিছু দল। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন।পুলিশকে সঠিকভাবে তদন্ত করার দাবি করেন।৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে পুলিশকে না হলে বৃহত্তর আন্দোলন নামার হুমকি।
এই কর্মসূচিতে
উপস্থিত হয়েছিলেন ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক ইন্দ্রজিত বর্মন কালিয়াগঞ্জ যুব নেতা সমীর আলী, সুজয় সাহা,রিপন পাল,জেলা কমিটির সদস্য অসিত রঞ্জন দাস, এসএফআইয়ের জেলা সম্পাদক তুসার ভৌমিক,এস এফ আই নেতা তাঞ্জির আলম,প্রাক্তন চাত্র ও যুব নেতা পুলক কুণ্ড, সয়ন দাস। প্রতিবন্ধী নেতা উত্তম গুহ,
ভারতের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির কালিয়াগঞ্জ নেত্রী সপ্না সমাজদার ও জেলা সম্পাদিকা আলপনা বর্মন সহ অনান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *