বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- হাতেগোনা মাত্র কয়েকটি দিন অবশিষ্ট রয়েছে পঞ্চায়েত নির্বাচনের। এই পঞ্চায়েত ভোটের মুখেই এবার তৃনমুল পরিচালিত বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এলাকায় কোন উন্নয়ন মুলক কাজ না করার অভিযোগ উঠলো।এর পাশাপাশি পঞ্চায়েত প্রধানের কাজকর্ম নিয়ে এক গুচ্ছ অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল তরজা।
বোয়ালদার এলাকার বাসিন্দাদের অভিযোগ এই পাচ বছরে তাদের এলাকার বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি, শৌচাগার, পরিশ্রুত পানীয় জল থেকে আবাস যোজনা সহ সরকারি কোন প্রকলপের কোন কাজ হয়নি। প্রধানকে বলতে গেলেই শুনতে হয় বরাদ্দ নাই, ১০০ দিনের মজুরি তে কেন্দ্র দিচ্ছে না বলেই হাত গুটিয়ে নিয়েছে এই পঞ্চায়েত প্রধান। গ্রামবাসিদের অভিযোগ আর কিছু না হোক গ্রামের বেহাল রাস্তা গুলো ও করে নি তারা এই পাচ বছরে । অথচ শীত গ্রীষ্ম বর্ষা যেমন তেমন চলাচল করতে পারলেও বর্ষায় এই রাস্তা দিয়ে চলাচল করাই গ্রামবাসিদের দুষ্কর হয়ে পড়ে বলে তাদের অভিযোগ।
যদিও এসব ঘিরেই এলাকায় রাজপ্নৈতিক মহলে শুরু হয়ে গেছে তুমুল তরজা। জেলা বিজেপির সাধারন সম্পাদক বাপি সরকারের অভিযোগ বোয়ালদার গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে কোন কাজ হয়নি তাই এলাকার মানুষ ক্ষোভে ফুসছে।আগামী ভোটে তাই মানুষ সঠিক উন্নয়নের জন্য বিজেপিকেই বেছে নেবে বলে তিনি দাবি করেন। এরপাশাপাশি তার অভিযোগ ওই পঞ্চায়েত অফিস বর্তমানে তৃনমুলের আখড়া হয়ে উঠেছে। প্রধান শুধু তৃনমুলের উপরতলার লোকদের ফরমাস খাটতে ভালবাসে কিন্তু জনগনের উন্নয়নের জন্য যে তিনি ঈই চেয়ারে বসেছেন সেটা কলকাতার দলের নির্দেশে তা ভুলে যান। এই নিয়ে এলাকার মানুষ ও ক্ষুদ্ধ বলে তার অভিযোগ।
Leave a Reply