মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমত পুর গ্রামে পালিত হলো ঈদ।

0
314

নিজস্ব সংবাদদাতা, মালদা:সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ উৎসব সাড়ম্বরে পালন করে থাকেন।আজ শনিবার ভারতবর্ষ জুড়ে খুশির ঈদ পালিত হলো। আমরা তুলে ধরলাম মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমত পুর গ্রামের চিত্র। রহমতপুরে প্রায় ৪০০ থেকে ৫০০ ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায় করলেন ঈদগাহে। সূত্র মারফত জানা গেছে হরিশ্চন্দ্রপুরে প্রায় ২৯ টি জায়গায় ঈদের নামাজ পড়া হয়। এর মধ্যে প্রায় ১৫ টি জায়গায় বেশ বড় জামাত হয় বলে খবর। সকাল সকাল এই ঈদের নামাজ পড়া হয়।সকলেই বেশ শৃঙ্খলিত ভাবে আজকের খুশির ঈদ পালন করলেন।

রহমতপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মৌলানা আরব আলী সাহি বলেন বেশ জমজমাট ও শৃঙ্খলিত ভাবে আজকের এই খুশির ঈদের নামাজ পড়া হলো।সকলের মধ্যে আনন্দ যেনো ফুটে উঠেছে।সব মিলে হরিশ্চন্দ্রপুরের রহমতপুরে আজ খুশির ঈদ খুব ভালো ভাবেই পালিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here