উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- পুলিশ সত্যকে ধামাচাপা দেবার জন্য তথ্য গোপন করছে আর তাই সমাজের পিছিয়ে পড়া একটি অংশের নাবালিকা মেয়ের মৃত্যুর কারণ এখনো সঠিকভাবে উঠে এলোনা। আজকে যেভাবে পুলিশ সত্যকে ধামাচাপার দেওয়ার জন্য চারিদিকে নাকা বন্দী করে রেখেছে তা বাংলার কাছে লজ্জা। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সাহেবঘটার গাঙ্গুরিয়া তে মৃত কিশোরীর বাড়ির পরিবারকে সমবেদনা জানাতে এসে একথা বলেন বিজেপি এস সি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ আদিত্য দাস। তিনি এদিন মৃত কিশোরীর পরিবার এর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তিনি এই ঘটনার সিবিআই তদন্ত করারও আরজি জানান। তিনি বলেন তারা এই পরিবারের সঙ্গে দেখা করার পর ন্যাশনাল এসি কমিশনের সঙ্গে দেখা করে এই পরিবার যাতে আগামী দিনের সুরক্ষা পায় এবং ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে তারা তাদের দাবি জানাবেন বলে এদিন জানান।
Home রাজ্য উত্তর বাংলা আজকে যেভাবে পুলিশ সত্যকে ধামাচাপার দেওয়ার জন্য চারিদিকে নাকা বন্দী করে রেখেছে...