নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সোমবার রাত দশটা নাগাদ কৃষ্ণনগর সদর হাসপাতালে সুপারের সামনের ঘরে হঠাৎ এই ধোঁয়া বেরোতে দেখা গেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ দমকলে খবরদেয় ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে পৌঁছায় ধোঁয়াতে কিছু না দেখা গেলেও দমকল কর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে এবং অনেক চেষ্টা পর জানতে পারেন যে একটি এসি থেকে শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে। প্রশ্ন একটাই এসি কি চলছিলো? কোনো স্টাফ ছিল কি ভেতরে এর সদুত্তর পাওয়া যায়নি যদি এসি তে কানেক্টিভিটি নাই থাকে তাহলে এসি থেকে শর্ট সার্কিটটা হয় কি করে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে কৃষ্ণনগর সদর হাসপাতালে সুপারের ঘরের সামনের ঘরে আগুন!

Leave a Reply