নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এক কংগ্রেস কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।সোমবার রাতে মালদার মালতীপুর বিধানসভার জালালপুর গ্রামের ঘটনা।ওই কংগ্রেস কর্মীকে গুরতর জখম অবস্থায় প্রথমে চাঁচল সুপার স্পেশাশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।ওই মারধরের ঘটনায় কংগ্রেস কর্মীর পরিবারের তরফে সাত জনের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও কংগ্রেসের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছেন।ওই ঘটনাকে কেন্দ্র করে জালালপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর।
জখম কংগ্রেস কর্মীর নাম আব্দুর রহমান।বাড়ি মালদহের চাঁচলের জালালপুরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,জালালপুরে সপ্তাহ খানেক আগে কংগ্রেসের একটি যোগদান শিবির অনুষ্ঠিত হয়। সোমবার ওই স্থানেই পাল্টা সভা করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রহিম বক্সি।সন্ধ্যায় সভা শেষের পর রাতে ওই এলাকায় কংগ্রেস কর্মীদের উপর তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ।তৃণমূলের পাল্টা অভিযোগ,তাদের কর্মীদের উপর কংগ্রেস কর্মীরা চড়াও হয়।দুই পক্ষের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গুরতর জখম কংগ্রেস কর্মীর ভাই যাক্কার আলী অভিযোগ করে বলেন,আমার ভাই এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী।তাই তৃণমূলের কর্মীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আক্রমণ করেছে।
যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের দাবি, কংগ্রেস কর্মীরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে।বাড়ি ফেরার পথে বাইক আটকে মারধর করা হয় তৃণমূল কর্মীদের।তৃণমূলের একজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পঞ্চায়েত ভোটের মুখে কংগ্রেস কর্মীকে মারধরের ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমন করেছেন বিজেপি।মালদা জেলা যুব মোর্চার সভাপতি অয়নর রায় বলেন,জেলা তৃণমূল সভাপতি হুঁশিয়ারি দিচ্ছেন।তাই কর্মীরা,জেলা সভাপতির কথা মতই এলাকায় তান্ডব চালাচ্ছেন।
Leave a Reply