আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেলা এগারোটা ৪৫ নাগাদ রাজ্যপাল এসে পৌঁছান বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে পোস্টার হাতে ছাত্র ছাত্রীরা। কেন্দ্রের শিক্ষা নীতির প্রতিবাদ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে ওয়েবকুপার তরফে ব্যানার দিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবীতে ব্যানার টাঙানো হয়েছে।
আবার অন্যদিকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে টিএমসি ছাত্রদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে খানিকটা দূরে রাজ্যপালের ঢোকার পথে কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্লাটার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় টিএমসিপির ছাত্র-ছাত্রীদের।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Leave a Reply