পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার তেহট্ট হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হল। ১৯৭৩ সালে পথ চলা শুরু স্কুলের। মাত্র ৬৭ জন ছাত্র নিয়ে সূচনা হয়েছিল। আজ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পঞ্চে উপস্থিত ছিলেন কালানা বিধানসভার বিধায়ক বাঘ স্কুল পরিদর্শক দপ্তরের আধিকারিক পঞ্চায়েত প্রধান বর্ধমানের বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী সহ বিশিষ্টজনেরা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা দেবযানী দাসের সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সমস্ত অতিথিদের পুষ্প স্তবক উত্তরীয় ও স্বারক দিয়ে বরণ করে নেওয়া হয় ।সালটা ১৯৭২ সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। পরাধীনতার গ্লানি মুছে ,স্বাধীনতার আনন্দে উদ্ভাসিত মানুষ। এমন সময় একদিনএলাকার দক্ষ সংগঠক, বলিষ্ঠ, আত্মবলে বলীয়ান, যথার্থ ত্যাগী ও যুবশক্তিতে ভরপুর গনেশ চন্দ্র পাল ,শুভেন্দু পাল ,দিলীপ কুমার ঘোষ এই তিন মূর্তি প্রাণপণ করেছিলেন এই স্কুল প্রতিষ্ঠার জন্য ।আজ সুবর্ণজয়ন্তী বর্ষের মঞ্চ থেকে বিশ্বেশ্বর চৌধুরীর সহধর্মিনী স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি বছর পুরস্কার দেওয়ার জন্য ২৫ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দেওয়ার অঙ্গীকার করলেন।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার তেহট্ট হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হল।

Leave a Reply