শাহ সুফি আবদুল করিম আল চিশতীর ঊরস মোবারক।

0
561

আবদুল হাই, বাঁকুড়াঃ শাহ সুফি আবদুল করিম চিশতির ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত হল। শাহ সুফি আবদুল করিম আল চিশতী ছিলেন একজন সুফি সাধক।জন্ম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামে ।অল্প বয়সে সৃষ্টি কর্তার নৈকট্য পাওয়ার জন্য তিনি বাংলাদেশের উদ্দেশ্যে বের হন। বাংলাদেশের সুফি সাধক খাজা মনসুর আলী চিশতীর কাছে ১০ বছর গুরুর খেদমত করে নিজের আধ্যাত্ত্বিকতার উৎকর্ষ সাধন করেন।। জানা যায় শাহ সুফি আবদুল করিম চিশতী মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি মহা মূল্যবান ধর্মগ্ৰন্থ মলকুত থেকে বলছি রচনা করেন।১৩৮৯ সালে ১৫ ই বৈশাখ মাত্র ৬৩ বছর বয়সে তাঁর গুরুদেবের কাছেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। প্রতি বছর ১৫ ই বৈশাখ আবদুল করিম চিশতীর দরবারে বহ ভক্তের সমাগম ঘটে। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ও ওরশে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here