নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাবতে পারেন সুদূর হায়দ্রাবাদ থেকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পত্তানায়ক এর মূর্তি তৈরি করতে দেওয়া হয়েছে তাও আবার কৃষ্ণনগর ঘূর্ণি তে নয় রানাঘাটের প্রখ্যাত শিল্পী সুমিত সরকার কে। তিনি এই কাজ সম্পূর্ন করে দুবাই তে প্রদর্শনী করতে যাচ্ছেন। শুধু তিনি এই রাজ্য নয় বিদেশের মাটিতে তার তৈরি মূর্তি গিয়েছে। তার মূর্তি ইতিমধ্যে নাম করেছে। এই মূর্তি তৈরি করতে প্রায় ১৫দিন লেগেছে এরপর সিলিকন করে মূর্তি সম্পূর্ণ করে প্যাকিং করে পাঠানো হচ্ছে হায়দ্রাবাদে। সেখান থেকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে উপহার হিসাবে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পত্তানয়কের মূর্তি তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে শিল্পী হিসাবে গর্বিত সুমিত সরকার। তার মূর্তি সম্পূর্ন করে হায়দ্রাবাদে পৌঁছানোর আগে তিনি ইতিমধ্যে পৌঁছে যাচ্ছেন বিদেশে দুবাই তে।
নদীয়া জেলা থেকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পত্তানয়কের মূর্তি তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে, শিল্পী হিসাবে গর্বিত সুমিত সরকার।

Leave a Reply