জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- খেটে খাওয়ার শ্রমজীবী মানুষের আট ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন করেছিল সে আন্দোলনের সফলতায় ঐতিহাসিক মে দিবস হিসেবে পালিত হয়। আর জলপাইগুড়ি, পাহাড়পুর মোড়,জেলা দপ্তর সহ সিটু অনুমোদিত বামফ্রন্টের কর্মীরা এদিন পতাকা উত্তোলন করে দিনটি পালন করেন। ঐতিহাসিক মে দিবস সম্পর্কে আলোচনা সভা ও করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যরা ও দিনটি বিভিন্ন জায়গায় পালন করেন।
সোমবার ঐতিহাসিক “মে দিবস ” পালিত হলো জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়।

Leave a Reply