নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রানাঘাট আহেলীতে বিশ্ব বরেণ্য চলচিত্রকার ও শিশু সাহিত্যক সত্যজিৎ রায় এর ১০২তম জন্ম জয়ন্তী পালন করা হলো। বৈশাখী কালচারাল ইউনিটের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি কোশলদেব বন্দ্যোপধ্যায়, কাউন্সিলর নারায়ন দাস, বিজন সরকার, বিশিষ্ট সমাজসেবী সুবীর ভৌমিক বিশিষ্ট বাচিক শিল্পী মধুছন্দা তরফদার। তাকে সম্বর্ধনা জানানো হয়। এই দিন সত্যজিৎ রায় অবদানের কথা আলোচিত হয় পাশাপশি নৃত্য, গান, কবিতা পরিবেশন করেন আগত শিল্পীরা।সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সুব্রত গাঙ্গুলি।
আজ রানাঘাট আহেলীতে বিশ্ব বরেণ্য চলচিত্রকার ও শিশু সাহিত্যক সত্যজিৎ রায় এর ১০২তম জন্ম জয়ন্তী পালন করা হলো।

Leave a Reply