জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি ভবনের দায়িত্ব প্রাপ্ত সদস্যরা sjda মারফত আজকে চাবি পেলো। Sjda এর উদ্যোগে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সদস্যদের আবেদনে তিনতলা ভবন নির্মাণ করে দেওয়া হয়ে ছিল। এর আগে ভবনটির উদ্বোধন করা হয়েছিল কিন্তু মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সদস্যরা ভবনটির দায়িত্ব পুরোপুরি পাই নাই। কিন্তু আজ sjda এর আধিকারিক মারফত মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি ভবনের চাবী পুরোপুরি ভাবে তাদের হাতে তুলে দেওয়া হলো। ভবনের পুরোপুরি দায়িত্ব তারা পেয়ে আজ ভবনের ভিতরে গৃহপ্রবেশের আয়োজন করেছিল মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সদস্যরা।
নতুন ভবনের পুরো দায়িত্ব পেলো, সেই খুশিতে গৃহপ্রবেশ।

Leave a Reply