রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে আগুন , অভিযোগের তীর শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষনার আগেই রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল।অভিযোগের তীর শাসকদল তৃণমূলের বিরুদ্ধে যদিও বিজেপির আনা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবী তৃণমূলের। এই চিত্র বাঁকুড়ার তালডাংরা মন্ডল দুই-র বিজেপি কার্যালয়ের।

বিজেপি সূত্রে জানা যায়,সোমবার গভীর রাতে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তালডাংরা বাজার এলাকায় অবস্থিত তালডাংরা মন্ডল দুই-র বিজেপি কার্যালয়। গতকাল মাঝ রাতে তাদের বিজেপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। পরে রাতেই কোনো এক সিভিকের মারফত খবর পায় বিজেপি কার্যালয়ে আগুন জ্বলছে। তখনই ছুটে আসে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এবং তখনই বিজেপি কর্মীরা জল ঢেলে আগুন নেভায়। তবে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে কিভাবে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং রাতে কার্যালয় থেকে একশো মিটার দূরে সিভিকদের ডিউটি থাকাকালীন এই ধরনের ঘটনা কি করে ঘটে।

তবে এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপদতারণ সেন এবং মন্ডল সভাপতি বাসুদেব বারিক জানান, গতকাল আমাদের ছাতনায় একটি বিজেপির কর্মসূচী ছিল ঐ কর্মসূচীতে প্রায় শতাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীরা যায়। সে দৃশ্য দেখেই তৃণমূলের নেতৃত্বরা জ্বলে উঠেছে। এবং সুযোগ বুঝে রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ের দরজায় নিচের ফাঁকা জাগিয়ে দিয়ে দাহ্য পদার্থ কিছু ঢেলে দেয় কার্যালয়ের ভিতর পর্যন্ত এরপর তারা আগুন লাগিয়ে দেয়।বেশকিছু আসবাব পত্র সহ দলীয় পতাকা পুড়ে ছাঁই হয়ে যায় বলে দাবী। তাদের দাবী তৃণমূল জানে যে তালডাংরায় বিজেপি সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী হচ্ছে আর বর্তমানে তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারন মানুষজন। তাই আসন্ন পঞ্চায়েত ভোট জেতার লক্ষ্যে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে। এখন তারা হিংসা ও ভয় দেখানোর রাজনীতিতে নেমে এইসব কান্ড ঘটাচ্ছে। তবে বিজেপির দাবি যতই ভয় বা সন্ত্রাস দেখাক তৃণমূল সুস্থ নির্বাচন হলে তালডাংরায় একটি পঞ্চায়েতও পাবে না তৃণমূল।

যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃনমূলের স্থানীয় ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। তিনি বলেন ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যে কোনো রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করতে পারে। তবে এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল করে না। বিজেপির আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী তালডাংরা ব্লক তৃণমূল সভাপতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *