দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ – আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন তিনি। কবিগুরুর জন্মজয়ন্তী রাজ্যজুড়ে পালিত হল। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশ-বিদেশেও পালন করা হয় কবিগুরুর জন্মদিন। তাই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতনের উদ্যোগে একটি স্কুলের কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আনন্দধারা শিশু নিকেতনের কচিকাঁচারা রবীন্দ্র সংগীত, রবীন্দ্র গীতি, রবীন্দ্র নৃত্য, কবিতা ও আবৃত্তি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করে। প্রথমে এদিন স্কুলের মুক্তমঞ্চে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আনন্দধারা শিশু নিকেতনের প্রিন্সিপাল সুপ্রিয়া গড়াই, স্কুল পরিচালন সমিতির সম্পাদক তরুন গড়াই, বিশিষ্ট শিক্ষিকা তথা সাহিত্যিক রীনা কবিরাজ, মধুমিতা সরকার, সাংবাদিক সন্তোষ পাল সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ২৫ শে বৈশাখের গুরুত্ব তুলে ধরেন।
আনন্দধারা শিশু নিকেতনের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন।

Leave a Reply