নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাজদিয়ার আম পাড়ি দিচ্ছে জেলা ছাড়িয়ে বিভিন্ন রাজ্যেও। পশ্চিমবঙ্গের মধ্যে মালদার আম জনপ্রিয় এ কথা আমরা সকলেই জানি। তবে মালদার পাশাপাশি নদীয়া জেলার বেশ কিছু এলাকার আমও সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে। নদীয়ার শান্তিপুর মাজদিয়া ইত্যাদি এলাকায় বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়। আর এই সমস্ত আম রপ্তানি করা হয় জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায়।
জেলায় বর্তমানে আঁটি, সরিখাস, বোম্বাই ইত্যাদি বিভিন্ন আম ইতিমধ্যেই রপ্তানি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে বাংলার জনপ্রিয় হিমসাগর আম এখনো পর্যন্ত রপ্তানি করা হচ্ছে না বলে জানা যায়। আগামী কয়েকদিনের মধ্যেই সেই আম পরিপূর্ণভাবে বৃদ্ধি পেলে সেগুলিও রপ্তানি করা হবে। ইতিমধ্যেই ভিন রাজ্যের থেকেও বিভিন্ন ব্যবসায়ীরা আম কিনতে চলে এসেছেন নদীয়ায়।
এবছর আমের ফলন অত্যন্ত ভালো। কৃষকেরা জানান বিগত বেশ কয়েক বছরের মধ্যে এ বছরের আমের ফলন ও গুণগতমান দুই রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে চাহিদা অনুযায়ী কৃষকেরা দাম পাচ্ছেন না বলে আক্ষেপের সুর দেখা গেল চাষীদের মধ্যে। আটির আম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা কিলো দরে, এবং হিমসাগর বোম্বাই আম বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কিলো দরে।
কৃষকেরা জানান গ্রীষ্মের বেশ কয়েকদিন প্রখর দাবদহের পরে সামান্য পরিমাণে ঝর বৃষ্টি হলেও আমের ফলনে খুব একটা ক্ষতি হয়নি। সুতরাং তারা আশাবাদী এ বছর কৃষক এবং ব্যবসায়ী উভয়ই লাভবান হবেন আমের রপ্তানিতে।












Leave a Reply