নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় বৃহস্পতিবার আইএনটিটিইউসি অনুমোদিত ইরিক্সা ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠক করল আইএনটিটিইউসি জেলা নেতৃত্বরা। এদিনের বৈঠকে মালঙ্গী ও সাঁতালি এই দুটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ইরিক্সা ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সম্প্রতি ইরিক্সা চালকদের লাইসেন্স জন্য আবেদন নেওয়া হচ্ছে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে আইএনটিটিইউসি জেলা সাধারণ সম্পাদক আনন্দ চন্দ জানান, যে এতদিন ইরিক্সা চালকদের লাইসেন্স ছিল না। কিন্ত এখন লাইসেন্স আবেদন নিচ্ছে তাই সমস্ত টোটো চালকদের বলা হয়েছে লাইসেন্স জন্য আবেদন করতে। এছাড়া পঞ্চায়েত নির্বাচনের পূর্বে প্রতিটি এলাকায় দলীয় কর্মসূচি নিয়ে বৈঠক আয়োজিত হচ্ছে।
কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় বৃহস্পতিবার আইএনটিটিইউসি অনুমোদিত ইরিক্সা ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠক করল আইএনটিটিইউসি জেলা নেতৃত্বরা।

Leave a Reply