ব্যাংকে গিয়ে সঠিক ভাবে মিলছে না পরিষেবা, গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের।

0
137

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ব্যাংকে গিয়ে সঠিক ভাবে মিলছে না পরিষেবা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের।ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরের একটি ব্যাংকে। ওই ব্যাংক গ্রাহকদের অভিযোগ, বহু দিন থেকে ব্যাংকের সমস্ত পরিষেবা শিকেয় উঠেছে। বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। কার্যত বাধ্য হয়েই, শুক্রবার আন্দোলনের পথ বেছে নেন গ্রাহকরা। ব্যাংকের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চালিয়ে যান। ব্যাংকের এই শাখায় কোনোরকম কাজকর্ম সঠিক ভাবে হচ্ছে না বলে জানান গ্রাহকরা।