পশ্চিম মেদিনীপুর জেলায় উদ্বোধন হল ‘সুফল বাংলা’র স্টল,উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় উদ্বোধন হল ‘সুফল বাংলা’র স্টল। এবার থেকে চাষিরা তাঁদের উত্পাদিত ফসল সরাসরি সরকারের হাতে তুলে দিতে পারবেন। একেবারে নায্য মূল্যে সেই টাটকা ফসল সাধারণ মানুষ পাবেন সরকারি ‘সুফল বাংলা’র স্টলে পাবেন। এই দিন নবনির্মিত দুটি স্টলের উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, ডিভিশনাল কমিশনার এ সুব্বাইয়া, এমকেডিএ-র চেয়ারম্যান দিনেন রায় সহ অন্যান্যরা।
মন্ত্রী বেচারম মান্না বলেন, মুখ্যমন্ত্রীর জন্য রাজ্যের কৃষকরা মাথা উঁচু করে বাঁচছেন ,ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। তাঁর দাবি, এনিয়ে রাজ্য জুড়ে মোট ৭৩টি স্থায়ী স্টল এবং ৪৫৬টি ভ্রাম্যমাণ স্টলের মাধ্যমে সাধরম মানুষকে পরিষেবা প্রদান করা হচ্ছে। উপকৃত হচ্ছে রাজ্যের প্রায় ৭০ লক্ষ মানুষ। বেচারাম জানান, ফড়েদের হাত থেকে বাঁচিয়ে মানুষ যাতে ন্যায্য মূল্যে ফসল কিনতে পারেন এজন্য বিপণন ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। কৃষক তাঁর ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন, শুধু তাই নয় ৬০০ উৎপাদক গোষ্ঠী গড়ে উঠেছে। তাঁরা সরাসরি ফসল সরকারের কাছে বেচতে পারছেন। এই নিয়ে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠ থেকেই মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক জানতে পারবেন কত টাকায় তাঁর ফসল বিক্রি হচ্ছে। আর ক্রেতা সেই মোবাইল আপস এর মাধ্যমে জানতে পারছেন সেদিন সুফল বাংলা স্টলে কোনো ফল , সবজি বা খাদ্য সামগ্রীর দাম কত। মন্ত্রী আরও জানান, এ রাজ্যের ৯৪ লক্ষ ৫০ হাজার কৃষক ‘কৃষক বন্ধু’ প্রকল্পে কৃষক ভাতা পান। সারা দেশে এটা একটা রের্কড। বাংলার কৃষকরা এখন পুরোপুরি স্বাবলম্বী। তাঁর স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। খাদ্য সাথী , স্বাস্থ্য সাথী পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *