সাত দিনের নার্স এবং ডিপ্লোমা ডাক্তার নিয়ে খড়গপুর থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

0
244

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-সাত দিনের নার্স এবং ডিপ্লোমা ডাক্তার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপেক্ষিতে রাজ্য রাজনীতি এখন তোলপাড়, এবার সেই প্রসঙ্গ টেনে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, তিনি বলেন মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, তাই এই রখম মন্তব্য করছেন, পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যাবে না সেই প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে যাতে নিয়োগ করা যায় সেই প্রসঙ্গ নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ, তিনি বলেন এইরকম কোন আইনে রয়েছে তাহলে ওদের পরীক্ষা নিতে হবে ইন্টারভিউ নিতে হবে, আবার কোর্টে কেস হবে আমার আটকে যাবে, বেআইনিভাবে নিয়োগ করলে ডামাডোল থেকেই যাবে, যারা পাস করেছে এপয়েনমেন্ট লেটার নিয়ে রাস্তায় মিছিল করছে, পাশাপাশি কেরালা স্টরি নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি, অন্যদিকে একাধিক প্রসঙ্গ নিয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here