নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেলওয়ে জায়গায় ব্যবসায়ীদের ১২-০৫-২০২৩ তারিখে মধ্যে জায়গা খালি করতে নির্দেশ দেয় রেল অন্যথায় রেলওয়ে প্রশাসন তরফ থেকে ১৩/৫/২০২৩ ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিশটি দেওয়া হয়েছিল আজ সকাল থেকে রেলের জায়গা খালি করা শুরু হয়েছে রেলওয়ে হকার্স ইউনিয়ন সম্পাদক বলেন রেলওয়ে খালি জায়গা লাগবে রেলের কাজের জন্য তাতে হকার্সরা স্বাগত জানিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন তারা দীর্ঘদিনের হকার গরিব মানুষ তাদের পেটের টানে রুজি-রোজগারের টানে পথে নেমে কিছু না কিছু করতে হয়। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে নিবেদন হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ।
নির্দেশিকা অনুযায়ী আজ সকাল থেকে রেলের জায়গা খালি করা শুরু।

Leave a Reply