তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকরি দেওয়ার নাম করে আবারো দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এমনই বিস্ফোরক অভিযোগ নিয়ে থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপির। এদিন ভারতীয় জনতা পার্টি রানাঘাট উত্তর-পশ্চিম ১ মন্ডলের উদ্যোগে নদীয়ার শান্তিপুর ফুলিয়া থেকে এক প্রতিবাদী মিছিল বের করে বিজেপি, এরপর সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে করেন একটি প্রতিবাদী পথসভা। এরপর ফুলিয়ার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি নেতৃত্বরা। যদিও বিজেপি নেতৃত্বর দাবি, শান্তিপুর ফুলিয়ায় চাকরি দেওয়ার নাম করে যুবকদের কাছে টাকা নিয়েছে দুই তৃণমূল নেতা, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তারা, তবুও পুলিশ নির্বিকার, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, আমরা এরই তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছি। তবে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, সারা রাজ্যজুড়ে তৃণমূলের চিটিংবাজ নেতাদের জন্য আজ যোগ্য চাকরিপ্রার্থীদের বেহাল অবস্থা। সারা রাজ্যজুড়ে লুটের রাজ চলছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই। পাশাপাশি ফুলিয়ার যে তৃণমূল নেতারা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ যদি এদের গ্রেফতার না করে তাহলে আমাদের আন্দোলন লাগাতার চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *