দশম শ্রেণীর সর্বভারতীয় আইসিএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায়।

0
125

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল দশম শ্রেণীর সর্বভারতীয় আইসিএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশ হওয়ার পর সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায় ৯০০ মধ্যে ৮৯২ পেয়েছে। ৯৯.৮ শতাংশ পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে সে। বর্ধমান শহরের পার্ক পার্কার রোড এলাকায় তার বাড়ি। বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল ডক্টর মারিয়া জোসেফ সভারিয়াপ্পান বলেন, আই সি এস সি বোর্ডের পরীক্ষার যে ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে আমাদের স্কুল খুব ভালো ফলাফল করেছে। দেশের মধ্যে প্রথম হয়েছে আমাদের স্কুলের সম্বিত মুখোপাধ্যায়, এছাড়াও আরো দুজন আমাদের স্কুলেরই ছাত্র যারা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। প্রত্যেকেই খুব ভালো ছাত্র এছাড়াও আমাদের স্কুল দশম শ্রেণীর আইসিএসসি বোর্ডের পরীক্ষায় ভালো ফল করেছে। আমি এই ছাত্রদের সাফল্যতার জন্য তাদের অভিভাবকদের, স্কুলের শিক্ষক এবং স্টাফ মেম্বারদের শুভেচ্ছা জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here