বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর-কালিকাপুর সংযোগকারী আত্রেয়ী নদীতে বাঁশের সাঁকোর বদলে পাকা ব্রিজের দাবি স্থানীয়দের।

0
124

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর-কালিকাপুর সংযোগকারী আত্রেয়ী নদীতে বাঁশের সাঁকোর বদলে পাকা ব্রিজের দাবি স্থানীয়দের। বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর থেকে ওপারের কালিকাপুর পর্যন্ত স্থায়ী পাকা সেতুর দীর্ঘদিন কার দাবী ছিল এলাকাবাসীর।
বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর ও কালিকাপুরের মাঝখানে থাকা আত্রেয়ী নদীর উপড়ে আছে অস্থায়ী বাঁশের সাঁকোটি। রঘুনাথপুর বা শহরের মানুষজনকে কাজের প্রয়োজনে ওপারে যেতে হয়। কিন্তু ওপারে থাকা কালিকাপুর, বেলাইন, ধাওল, ডাকরা, চন্দ্রদৌলা, পার্বতীপুর, মাহাতো পাড়া, কাশিপুর সহ আরো বেশ কিছু গ্রামের কয়েক হাজার মানুষকে রোজদিন সাঁকো পেরিয়ে সদর বালুরঘাট সহ অন্য যেকোনো প্রান্তে যেতে হয়। বালুরঘাট রঘুনাথপুরে রয়েছে জেলা হাসপাতাল।বালুরঘাট জেলা হাসপাতাল থাকায় ওপারের মানুষদের এইপারে আসতে হয় এবং ওই সাঁকো দিয়ে জীবনের ঝুকীপূর্ণ ভাবে রোগীদের এইপারে আনতে হয়। বর্ষার কয়েকমাস নৌকায় পারাপার চললেও সারা বছর মানুষ যাতায়াত করে বাঁশের সাঁকোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here