মাদক কাফ সিরাপ পাচারের অভিযোগে এক অভিযুক্তকে সাজা শোনালো দক্ষিণ দিনাজপুর জেলা আদালত।

0
114

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে মাদক কাফ সিরাপ পাচারের অভিযোগে এক অভিযুক্তকে সাজা শোনালো দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক আজেন্দ্রনাথ ভট্টাচার্য। গঙ্গারামপুরে দু’মুঠা বিওপি দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশর সময় অভিযুক্তকে গ্রেফতার করে বিএসএফ। মাদক কাফ সিরাপ পাচারের অভিযোগে এক অভিযুক্তকে সাজা শোনালো দক্ষিণ দিনাজপুর জেলা আদালত।
গঙ্গারামপুরে দু’মুঠা বিওপি দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করা মাদক কাফ সিরাপ পাচারের অভিযোগে ঐ অভিযুক্তকে সাজা শোনালো দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক আজেন্দ্রনাথ ভট্টাচার্য। জানা গেছে গত ২৭/৩/২০ তারিখে গঙ্গারামপুর ব্লকের দু মুঠা বিওপি দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করে ২৫ বতল কাফ সিরাপ পাচারের চেষ্টা চালাচ্ছিল আবদুল রহিম নামে বাংলাদেশী নাগরিক। সেই ঘটনায় ঐ অভিযুক্তকে বিএসএফ গ্রেপ্তার করে। অভিযুক্ত র বিচার চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক অজয়েন্দ্রনাথ ভট্টাচার্যের এজলাশে বুধবার বিকেলে ওই অভিযুক্তের সাজা শোনান বিচারক। বিচারক ওই অভিযুক্তকে তিন বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড 10000 টাকা জরিমান অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বলে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here