সীমান্ত এলাকায় প্রায় বিঘা খানেক জমির পাট গাছ ভেঙ্গে ফেলায় ক্ষোভ গ্রামবাসীদের।

0
104

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-সীমান্ত এলাকায় প্রায় বিঘা খানেক জমির পাট গাছ ভেঙ্গে ফেলায় ক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে বিএসএফ পাট গাছ ভেঙ্গে দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার গোবিন্দপুর গ্রামের ঘটনা। এদিন সকালে গ্রামবাসীরা দেখতে পান, ভারত – বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছের প্রায় এক বিঘা জমির পাট ক্ষেত লন্ডভন্ড করে ভাঙ্গা রয়েছে পাটগাছ। যদিও ৬১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই ঘটনায় গ্রামবাসীরা প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি এই ঘটনায় জেলার বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে। সীমান্তে নজরদারি রাখতে সীমান্ত এলাকায় উচ্চতা বিশিষ্ট ঘন গাছের চাষে নিষেধাজ্ঞা রয়েছে বিএসএফের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য, পাট গাছ লাগানোর সময় বিএসএফ বাধা না দিয়ে, ফলন্ত গাছ নষ্ট হ‌ওয়ায়, ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিষয়টি তদন্ত করে প্রশাসনের দেখা উচিত। পাশাপাশি, সীমান্ত লাগোয়া এলাকায় পাট চাষ করতে না পারলে, বিকল্প চাষের ব্যবস্থার সহায়তা করতে হবে প্রশাসনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here