রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে বিনা পয়সায় মাটি পরীক্ষা শিবির ও কার্ড ডিস্ট্রিবিউশন।।।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে ও নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় মাটি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় নদীয়া জেলায়, এই শিবিরে অনেক চাষিরা তাদের মাটি পরীক্ষা করার পর তাদেরকে কার্ড ডিস্ট্রিবিউশন করা হয় এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন নদিয়া ইফকো IFFCO সন্দীপ পাল, ঝন্টু সিং মহাপাত্র রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে মিস্টার অমিত সেন এই মাটি পরীক্ষা শিবিরে চাষীদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হয় এবং কাড তোলার পরে তাদেরকে কোন মাটির কি সমস্যা এবং কী ধরনের সার ব্যবহার করা উচিত সেই বিষয়ে তাদেরকে জানানো হয়। রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে আরো জানানো হয় এই ধরনের মাটি পরীক্ষা শিবির আগামী দিনে আরও করা হবে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *