ফুলিয়া নবদৃষ্টি ও রানাঘাট মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় যুবকের হাতে তুলে দেওয়া হলো হুইলচেয়ার এবং নগদ অর্থ।

0
117

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- “ফের মানবিক মুখ স্বেচ্ছাসেবী সংগঠনের ” আজ থেকে প্রায় মাস দুই আগে পড়ে গিয়ে কোমোর ভেঙ্গে যায় এক যুবকের। মাস খানেক আগে কল্যাণী এন আর এস এ অপারেশন হয় তার। কিন্তু অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারছে না পরিবার । বিছানায় ছিল তার খাওয়া দাওয়া। চলাফেরা করার জন্য কিনতে পারছিল না হুইল চেয়ার। সংসারে একমাত্র রোজ গেড়ে ছিল এই যুবক। যুবকের নাম জয়দেব ঘোষ বয়স 27 বছর , বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর এলাকায়। ছোট্ট একটি ভাঙ্গা টিনের ঘরে তাদের বাসস্থান । জানা যায় যুবক কলকাতায় একটি সোনার দোকানে কাজ করতেন। একটি দুর্ঘটনায় পর অসহায় পড়েছেন পরিবার। পরিবারের লোকজন বলতে মা বাবা দিদি জামাইবাবু ভাগ্নিকে নিয়ে সংসার। বয়সের ভারে কাজকর্ম করতে পারেন না বাবা। জামাইবাবু পেশায় দিনমজুরের কাজ করেন। কোন রকমের দিন গুজরান এই পরিবার। এই খবর জানাজানি হতেই স্থানীয় প্রতিবেশী অভিজিৎ বিশ্বাস ,ডাকনাম” লব ” নামে পরিচিত এলাকায় তিনি যোগাযোগ করেন ফুলিয়া নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি সাহায্য চেয়ে পোস্ট করা হয়। পোস্ট দেখে যোগাযোগ করেন রানাঘাট মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। এরপরই ফুলিয়া নবদৃষ্টি ও রানাঘাট মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় আজ ওই যুবকের হাতে তুলে দেওয়া হলো একটি হুইলচেয়ার এবং নগদ অর্থ এছাড়াও বেশকিছু খাদ্য সামগ্রী। হুইলচেয়ার পেয়ে খুশি পরিবার। এছাড়াও আগামী দিন কিভাবে জয়দেবের চিকিৎসা করা যায় এ বিষয় নিয়েও আলোচনা করেন পরিবারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here