দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বুনিয়াদপুর শহর জুড়ে গজিয়ে ওঠা অবৈধ চরা সুদ কারবারিদের দৌরাত্ম্যে হিমশিম শহরবাসী। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। ঘটনায় থানায় লিখিত অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ। বেশ কয়েক মাস ধরে বুনিয়াদপুর শহরে গরিব মানুষদের চড়া সুদে টাকা দেওয়ার অভিযোগ উঠছিল একশ্রেণীর অবৈধ সুদ কারবারী ব্যাবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগ টাকা দেওয়ার সময় গরিব মানুষদের 2% হারে সুদের কথা বলা হলেও পরবর্তীতে সেটি 5% কিংবা তার থেকেও বেশি সুদ নেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি শর্ত না মানা হলে জোর জবরদস্তি করে মারধর এবং বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। এমনই একটি ঘটনার খবর সাংবাদিক দের কাছে পৌছলে সেই খবর সংগ্রহ করতে বুনিয়াদপুর 10 নম্বর ওয়ার্ডে পৌঁছায় বুনিয়াদপুরের এক সাংবাদিক। সেখানে পৌঁছে দেখতে পায় সাংবাদিক পৌঁছে দেখতে পায়, চড়া সুদের কারবারী ব্যবসায়ী পেশায় বংশীহারি হাই স্কুলের পার্শ্বশিক্ষক বকুল কুমার, রুমু পাল, রুমু পাল সহ তার দল বল সুদের টাকার এক দাবিতে গরিব পরিবারের সদস্যদের মারধর করার দৃশ্য সাংবাদিক ক্যামেরায় বন্দি করতে গেলে তার উপর চড়াও হয়ে পড়ে অভিযুক্ত সুদের অবৈধ কারবারিরা । সাংবাদিককে চরম হেনস্তা খবর সংগ্রহে বাধার পাশাপাশি গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। পাশাপাশি ও অকথ্য গালিগালের পাশাপাশি সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত অবৈধ সুদের কারবারিরা। পুরো ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত সাংবাদিক। জানা গেছে সরকারি বৈধতা না থাকা সত্ত্বেও শহরের বুকে দিনের পর অবৈধ ভাবে চরা সুদের কারবারিতে দৌরাত্ম্য বেড়ে চলেছে এবং গরিব মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে সর্বস্বান্ত করা হচ্ছে।
অভিযুক্তদের নাম, রুমু পাল, পেশায় পার্শ্ব শিক্ষক বকুল কুমার পাল, তাপস পাল, সত্যেন পাল।
Leave a Reply