তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শক্তল গ্রামে ফিতা কেটে শুভ উদ্বোধন হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।

0
251

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পরিবেশের কথা ভেবে এবার এলাকা থেকে আবর্জনা মুক্ত করতে উদ্যোগী হলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত।বৃহস্পতিবার সকালে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শক্তল গ্রামে ফিতা কেটে শুভ উদ্বোধন হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।এদিন প্রকল্পটি উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ।উপস্থিত ছিলেন উপ প্রধান মহবা বিবি,যুব সভাপতি রনি,INTTUC র সভাপতি আব্বাস আলী,অঞ্চল সভাপতি আবুল হোসেন আশরাফী ও রাম প্রসাদ এবং
জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী সহ স্থানীয়রা।পঞ্চায়েতের তত্ত্বাবধানে পঞ্চদশ অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মিত হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে।এই প্রকল্পে উপকৃত হবেন গোটা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতবাসী।প্রসঙ্গত,তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা ছিলনা।বাজার সহ বিভিন্ন জনবহূল এলাকায় জমে থাকত আবর্জনার স্তুপ।গ্রামবাসীরা বারবার এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে এসেছে।অবশেষে পঞ্চায়েতের উদ্যোগে সেই দাবি পূরণ হল।পঞ্চায়েত সূত্রের খবর,তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের তরফে গাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করবে সাফাই কর্মীরা।তারমধ্যে পচনশীল আর্বজনাকে পৃথক করে সেখান থেকেই তৈরী হবে জৈব সার।সেই জৈব সার ব্যবহার করতে পারবে এলাকার চাষিরা।ফলে কৃষিক্ষেত্রে উন্নতি ঘটবে।এই প্রকল্পের ফলে স্বচ্ছ এবং আবর্জনা মুক্ত গ্রাম গড়ে উঠবে এমনটাই মত এলাকাবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here