দুয়ারে পঞ্চায়েত ভোট, তাই থমকে থাকা জেলা পরিষদের উন্নয়ন মুলক কাজের হাল ধরলেন জেলার একমাত্র মন্ত্রী বিপ্লব মিত্র।

0
88

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  দুয়ারে পঞ্চায়েত ভোট, তাই থমকে থাকা জেলা পরিষদের উন্নয়ন মুলক কাজের হাল ধরলেন জেলার একমাত্র মন্ত্রী বিপ্লব মিত্র। আর তার ফলেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উন্নয়নমূলক কাজে দূরন্ত গতি পেল। এক দিনে প্রায় ৪ কোটি টাকার ১৫টি কাজের উদ্বোধন। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার সকালে বোল্লা মন্দির সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের একাধিক কাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। বোল্লা গ্রাম পঞ্চায়েতের এলাকায় এদিন উদ্বোধিত হওয়া কাজের মধ্যে স্যানিটারি কমপ্লেক্স, কমিউনিটি টয়লেট থেকে শুরু করে রাস্তার কাজও রয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, পূর্ত কর্মাধ্যক্ষ মফেজুদ্দিন মিয়া সহ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষগণ ও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। বৃহস্পতিবার বোল্লা এলাকা ছাড়াও মন্ত্রী বিপ্লব মিত্র কুমারগঞ্জ ব্লকে ও হিলি ব্লকের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৫টি কাজের উদ্বোধন করেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফেজুদ্দিন মিয়া জানিয়েছে এদিন উদ্বোধিত হওয়া কাজগুলির মধ্যে ২ কোটি টাকা ব্যায়ে হিলি ব্লকের ঈশ্বরপাড়া থেকে চকবিনোদ অবধি রাস্তা নির্মাণের কাজ, ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যায়ে কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের সংযোগস্থল চৌষা থেকে পদ্মপুকুর অবধি রাস্তা নির্মাণের কাজের মত একাধিক বড় কাজ রয়েছে। মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ আগামীদিনে গ্রামের পাড়ায় পাড়ায় সোলার লাইট ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন এমন কোন গ্রাম – পাড়া থাকবে না যেখানে মানুষকে অন্ধকারে হোচট খেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here