বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে NCC Cadet দের রক্তদান শিবির।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে গত ২৫ মে থেকে ১০ দিনের 50 Bengal Battalion NCC Camp শুরু হয়েছে। শেষ হবে আগামী ৩ জুন। জেলার ৭ টি কলেজ এবং ১৭ টি হাইস্কুলের ৪১০ জন ছাত্র-ছাত্রী এই আবাসিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে। আগামী ২০২৪ এর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে এইসব ছাত্র-ছাত্রীরা গান সেলুটে অংশ নেবেন। কমান্ডিং অফিসার কর্নেল রোহিত ঠাকুর, প্রশাসনিক আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল ডি.এস চৌহান, সুবেদার মেজর বিশাল ছেত্রী সহ ১৮ জন ইন্ডিয়ান আর্মির সৈনিকরা এইসব ছাত্র-ছাত্রীদের সুচি অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছেন।এই প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীদের সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট discipline এর মাধ্যমে ড্রিল, ম্যাপ রিডিং, হাতিয়ার ট্রেনিং সহ বিভিন্ন ক্রিয়াকলাপ শেখানোর ব্যবস্থা রয়েছে।

১০ দিনের এই প্রশিক্ষণ শিবিরে নানা কর্মসূচির মধ্যে আজ ৩১ মে বিদ্যালয় অঙ্গনে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । এখানে 50 জন NCC ছাত্র-ছাত্রী রক্ত দান করে। এই তথ্য জানিয়েছেন সংস্থার অফিস ইনচার্জ অশোক কুমার মাজি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে এই NCC Camp এর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনে দেশের প্রতি এক আলাদা ভালবাসা ও দেশাক্তবোধ জাগ্রত হবে। তারা পরবর্তী জীবনে যে পেশায় যুক্ত হোক না কেন, তাদের মধ্যে আলাদা Descipline কাজ করবে এবং সত্যিকারের এক সুনাগরিক হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *