পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পার্টি পূর্ব মেদনীপুর জেলার তমলুক সাংগঠনিক কমিটির অন্তর্গত সুতাহাটা ব্লকের কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এরিয়াখালী ১ নং ও ২ নং বুথে হলদিয়া মন্ডল ১ বিজেপি পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি এবং প্রধানমন্ত্রী উনয়ন মুখি প্রকল্প তুলে ধরে প্রচার পুস্তিকা বিতরণ করেন বাড়ি বাড়ি। গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে অবগত করতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে।
সুতাহাটার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচিতে উপস্থিত বিধায়িকা তাপসী মন্ডল।

Leave a Reply