নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের হ্যামিল্টণগঞ্জ ফরয়ার্ডনগড় এলাকায় ফের অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করল বনদফতর। শুক্রবার দুপুর নাগাদ গোপন সুত্রে পাওয়া খবররের ভিত্তিতে বনদফতরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা হ্যামিল্টণগঞ্জ ফরয়ার্ডনগড় এলাকায় অভিযান চালায় এদিন অভিযান চালিয়ে ২০ সিএফটি কাঠ উদ্ধার করে । উদ্ধার হওয়া কাঠ পানা রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
কালচিনি ব্লকের হ্যামিল্টণগঞ্জ ফরয়ার্ডনগড় এলাকায় ফের অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করল বনদফতর।












Leave a Reply