বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ। বালুরঘাটে সাইকেল র্যালির আয়োজন করল সাইকেল কমিউনিটি। এদিন শনিবার জাতীয় সাইকেল দিবসকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা হয়। বালুরঘাটে থানা মোড় থেকে শুরু করে সাইকেল র্যালি গোটা শহর পরিক্রমা করে। স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাইকেল র্যালির মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরা হয় শহরবাসীর মধ্যে। সংস্থার সদস্য অমর বসু জানিয়েছেন মানুষের অসচেতনতায় বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির রুদ্র রূপ থেকে বাঁচতে সচেতন হতে হবে আমাদের। সেই লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ বালুরঘাটে।

Leave a Reply