নিজস্ব সংবাদদাতা, পুরাতনমালদা:–-মুচিয়া স্টান্ডে টোটো বাইক মুখোমুখি সংঘর্ষ।জানা গিয়েছে বুধবার পুরাতন মালদা এর মুচিয়া এলাকায় টোটো বাইকের মুখোমুখি ধাক্কা অল্পের জন্য বাইক চালক প্রাণে বাঁচলো। বুধবার বিকেলে পুরাতন মালদা থানার মুচিয়া এলাকায় টোটো এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত দুইজন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে আহত ওই মোটরবাইক আরোহী যুবকের নাম বিশ্বজিৎ সিংহ। অন্যদিকে ওই টোটো চালকের নাম গয়া মন্ডল। ব জানা যায় এদিন বিকেলে ওই টোটোটি মালদার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় দুজন। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
Home রাজ্য উত্তর বাংলা পুরাতন মালদা এর মুচিয়া এলাকায় টোটো বাইকের মুখোমুখি ধাক্কা অল্পের জন্য বাইক...