আবদুল হাই, বাঁকুড়াঃ পাঁচ বছর ধরে শাসকদলের পঞ্চায়েত প্রধান তবুও বাস করে কুঁড়ে ঘরে..!!! দুর্ঘটনায় একটা পা কেড়ে নিলে কি হবে ? শিরদাঁড়া সোজা রেখে ‘ নুন আনতে পান্তা ফুরানো সংসারের ‘ হাল টেনে চলেছেন তিনি ।
বর্তমানে শাসকদলের নেতা মানে যেন বিলাসবহুল বাড়ি , একখানা ঝাঁ চকচকে গাড়ি , গলায় কয়েকখানা সোনালী চেন হ্যাঁ এসবই দেখতে অভ্যস্ত হয়ে পরেছে আমজনতা । কিন্তু এক্ষেত্রে উল্টো পূরণের সাক্ষী থাকলো বাঁকুড়ার এক শাষক নেতার ক্ষেত্রে ।
অভয় কালিন্দি ইনি পাঁচ বছর ধরে শাষক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান । বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি । তাতে কি ? যেখানে শাসক দলের সামান্য এক বুথ স্তরীয় কর্মীর জীবনযাপন দেখলে চক্ষুচড়ক গাছ হতে পারে আম জনতার সেখানে এক্কেবারে উল্টো পথের পথিক এই অভয় কালিন্দী । কয়েক বছর আগেই বকেয়া ইলেকট্রিক বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তাঁর বাড়িতে । দুই ছেলে , দুই মেয়ে , মা এবং স্ত্রীকে নিয়ে বসবাস এক চিলতে কুঁড়ে ঘরে । আবাস যোজনার বাড়ি এলেও অর্থের অভাবে সেই বাড়ির সম্পূর্ণ করতে পারেননি তিনি । এক্কেবারে নুন আনতে পান্তা ফুরানোর সংসার যাকে বলে । সেই চিত্রই ধরা পড়লো আমাদের ক্যামেরায় । ইনি শাষক দলের পঞ্চায়েত প্রধান !! ভাবতে অবাক লাগছে না ??
আজ থেকে ১২ বছর আগে একটা শারীরিক ব্যাধি তাঁর একটা পা কেড়ে নিলেও বেশ চনমনেই দেখা গেল তাঁকে । একটা পা নেই তো কি হয়েছে দিব্যি সকালে তার নিত্যনৈমিত্তিক ঝুড়ি তৈরীর কাজ সেরে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখা গেল পঞ্চায়েতের উদ্দেশ্যে । নিকুঞ্জপুর পঞ্চায়েতেরই ট্যাক্স কালেক্টর সুশান্ত দাস প্রতিদিনের মতো এদিনও নিজের মোটর বাইকে করে অভয় কালিন্দী বাবুকে নিয়ে পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা দিলেন । তিনি যে সত্যিই বিশেষভাবে সক্ষম তারও প্রমাণ পাওয়া গেল । যেখানে গ্রামে গঞ্জে গেলে শাসকদলের নেতাদের বিরুদ্ধে পুষে রাখা ক্ষোভ উগরে দিতে দেখা যায় গ্রামবাসীদের সে জায়গায় দাঁড়িয়ে অভয় বাবুর গ্রামের লোকেদের মুখে শোনা গেল সম্পূর্ণ অন্যরকম কথা , এক গ্রামবাসী খোলা কন্ঠে বলে উঠলেন শাসক দলের পঞ্চায়েত প্রধান হলেও তিনি একজন খেটে খাওয়া তাদের গ্রামের ছেলে অভয় , আপদে-বিপদে সব সময় পাওয়া যায় তাকে । অভয় বাবু জানান , সারাটা জীবন তিনি এভাবেই মানুষের কাজে ব্রতী হয়ে থাকতে চান ।
রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সেখানে দাঁড়িয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলো অভয় কালিন্দী নামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এই প্রধান । এই ধরনের জননেতা দৃষ্টান্ত হয়ে দাঁড়াক আর পাঁচটা নেতার কাছে , এমনটাই চাইছেন আপামোর জনগণ ।
Leave a Reply